Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপ-সহকারী কৃষি কর্মকর্তা

অফিসের নামঃ         কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র চৌগ্রাম

দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তাঃ শ্রী জিতেশ কুমার শাহা

 

প্রধান কাযবলী

 

১।কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্রে সমস্যা নিরময়ী পরামর্শ প্রদান

২।স্থানীয় ভাবে সমাধান করা না গেলে উপজেলা কৃষি অফিসে প্রেরণ করা হয়।

৩।সি ,আই,সি দলগুলোর সাথে আলোচনা করে বিভিন্ন ফসলেন রোগ ও পোকা মাকড় সনাক্ত করে সেগুলোর সমাধান করা হয়।

৪।আই,সি এম ও আই,সি পি, এম এর মাধ্যমে পরিবেশ কৃষি প্রযুক্তি হস্তান্তর করা হয়।

৫। কৃষকদের মাধ্যমে D A E বিভিন্ন প্রযুক্তি মাঠে নিয়ে এসে সেগুলো বাস্তবায়ন করা হয়।

৬।স্থানীয় চাহিদা ভিক্তি তে ব্রাকের সমপ্রসারন কর্মকান্ড বাস্তবায়ন করা হয়।

৭।কৃষকদের চাহিদা ভিক্তিতে নতুন প্রযুক্তি ভিক্তিক পরিকল্পনা করা হয়।

৮।বিভিন্ন ফসলের শস্য কর্তন ও উৎপাদিত ফসলের ব্যবস্থা পরিসংখ্যান প্রণয়ন করা হয়।

 

সার ডিলার

 

১।ইউনিয়ন ৯ টি ওয়াডে খুরচা সার ডিলার নিয়োগ করা হয়েছে।

২।কৃষকের চাহিদা ভিক্তিতে খরচা বিক্রেতা সার সরবারহ করে থাকে।

৩। কৃষক সহজে তাদের চাহিদা মাফিক সার পেয়ে থাকে।

 

কৃত্রিম প্রজনন কেন্দ্র

 

১।স্থানীয় জাতের গাভীকে উন্নত জাতে রুপান্তর করা হয়।

২।গবাদী পশু চিকিৎসা সেবা প্রদান করা হয় ।