Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চৌগ্রাম ইউনিয়নের ইতিহাস

ঐতিহাসিক পটভুমিঃ চৌ অর্থ চার। চার দিক গ্রাম দ্বারা এই  ইউনিয়ন পরিবেষ্টিত হিসাবে পরিচিত । চৌগ্রাম ইউনিয়নের রাজা ছিলেন রাজা রামনীকান্ত রায় বাহাদুর তিনি রাজ্স্ব শাসন করেছেন যা আজ ও কালের স্বাক্ষী হয়ে আছে চৌগ্রাম রাজ বাড়ী।এছাড়া চৌগ্রাম  ইউনিয়নে আওতায় হুলহুলিয়া গ্রাম অবস্থিত সেই গ্রামের ৯৯% লোক শিক্ষিত । হুলহুলিয়া গ্রামের অধিবাসী ছিলেন এই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান মৃত জালাল উদ্দির মৃধা।

 

ভৌগলিক অবস্থানঃ নাটোর জেলার সিংড়া উপজেলাধীন চৌগ্রাম ইউনিয়ন অবস্থিত। চৌগ্রাম ইউনিয়নের মোট আয়তন ১৯.১৮ বর্গ কিঃ মিঃ উত্তর দিকে তেরবাড়িয়া দক্ষিনে কান্তনগর পূর্বদিকে পারুহার  পশ্চিমে সারদানগর ও আত্রাই নদী প্রবাহিত হয়েছে। এই ইউনিয়নের মধ্যে দিয়ে নাটোর যাওয়ার মহাসড়ক বিদ্যামান।

শিক্ষা ও সংস্কতিঃ ৬০% ইউনিয়নের শিক্ষার হার । বেশী ভাল লোকই কৃষিকাজের সহিত জড়িত। কুষিই তাদের একমাত্র জীবিকা।

 

জনসংখ্যা ও পরিবর সংখ্যারঃ মোট জনসংখ্যা ২৪,৩৫৪ জন।পরিবার ৫২১৬ টি।

 

অর্থনেতিক অবস্থাঃ মোটামুটি স্বাচ্ছল