১। ভূমির মালিকানা পরিবর্তন,লিকম্তি,পয়ান্ত জমি,সিলিং এর অতিরিক্ত ভূমি,উত্তরাধিকারী বিহীন অবস্থায় ভূমি মালিকের মৃত্যু ইত্যাদি বিষয়ে দ্রুত সহকারী কমিশনার (ভূমি) কে রিপোট প্রকাশ করা।
২। ভূমি জরিপেরে সময় খাস ভি,পি জমি যথাযথ ভাবে সরকারের নামে রেকর্ড নিশ্চিত করণ।
৩।যথাযথ ভাবে ভূমি উন্নয়ন কর ধায করা ।
৪।বকেয়া সহ হাল সনের ভূমি উন্নয়ন কর আদায় নিশ্চিত করা।
৫। আদায় কৃত ভূমি উন্নয়ন কর ও অন্যান্য পাওনা যথা সময়ে সরকারী কোষাগারে জমা দান।
৬।প্রয়োজনে বকেয়া ভূমি উন্নয়ন করের জন্য সাটিফিকেট কেস দায়ের করা।
৭। নামজারী ও জমা খরিজের আবেদনের উপর তদন্ত পূবক প্রস্তাব দেয়া।
৮।হাট বাজার সায়রাত মহল ইত্যাদিতে সরকারী স্বার্থ সংরক্ষণ করা । কেউ যাতে অবৈধ দখল করতে না পারে সেবিয়য়ে সর্তক দৃষ্টি রাখা।
৯। উর্ধ্বতন কর্তৃপক্ষ কতৃক প্রেরিত বিভিন্ন তদন্ত কায সম্পাদন করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS